স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ মুক্ত দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে জেলা খেলাঘর। বুধবার সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর দিলীপ কুমার মজুমদার, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, মানব চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ প্রদীপ পাল, জেলা খেলাঘরের সদস্য নরেন ভট্টাচার্য্য, সাদাব আল রিজায়ান।