বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা হতে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বীরেন্দ্রনগর কোম্পানির অধীনস্থ চারাগাঁও বিওপি’র চারাগাঁও নামক স্থানে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ, পিএসসি এবং ৫৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এন কে গাঙ্গুলী-এর মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নিয়ম অনুযায়ী সীমান্ত কাঁটা তারের বেড়া নির্মাণ, মাদকদ্রব্য চোরাচালানসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে পাথর-কয়লা উত্তোলন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। পতাকা বৈঠকে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার, ক্যাম্প কমান্ডার এবং ৫৮ বিএসএফ ব্যাটালিয়ন-এর কমান্ড্যান্ট, স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডারগণ অংশগ্রহণ করেন। পরিশেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক শেষ হয়। – সংবাদ বিজ্ঞপ্তি