জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের নলজুর সেতুর অ্যাপ্রোচ ধসে পড়েছে। ফলে বুধবার দুপুর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও এলাকায় নলজুর নদীর ওপর নির্মিত সেতুর অ্যাপ্রোচের অধিকাংশ অংশ ধসে পড়েছে। এতে করে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে জগন্নাথপুরের ঘোষগাঁও ব্রিজের পূর্ব দিকের অ্যাপ্রোচ ধসে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে প্রায় ২৫ থেকে ২৮ ফুট জায়গা নিয়ে দ্বিতীয় বারের মতো ব্রিজের অ্যাপ্রোচ ধসে পড়ে। বর্তমানে মাত্র ২ থেকে ৩ ফুট অবশিষ্ট সড়ক ভাঙনের কবলে রয়েছে। তাও যে কোন সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, অ্যাপ্রোচটি ধসে পড়ায় জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কে সকল প্রকার যানবাহন সরাসরি চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। যদিও জগন্নাথপুর থেকে এ ব্রিজ ও ব্রিজ থেকে শিবগঞ্জ পর্যন্ত দুই দিক থেকে যানবাহন চলাচল করছে। তবে ব্রিজ এলাকা হেঁটে পার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয় ভুক্তভোগী জনতা জানান, গত প্রায় দুই মাস আগে ব্রিজের এ স্থানের প্রায় ২০ ফুট এরিয়া নিয়ে প্রথমে ধসে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হলেও কর্তৃপক্ষের নজরে আসেনি। তারা অভিযোগ করে বলেন, এ সময় ধসে যাওয়া স্থানে মেরামত করা হলে এখন পুরোটা ধসে যেত না। তখন কাজ করা হলে হয়তো মাত্র ৪/৫ লক্ষ টাকা ব্যয়ে ধসে যাওয়া স্থান পুনরায় মেরামত করা যেত। বর্তমানে এ ব্যয় বাড়বে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, এ স্থানের গভীরতা প্রায় ৬০ ফুট। এখানে সাধারণভাবে মেরামত কাজ করার কোন সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধসে যাওয়া স্থানটি পুনরায় মেরামত করার বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত কাজ শুরু হয়ে যাবে।