জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ২টা থেকে মধ্য রাত পর্যন্ত জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামের হযরত বিলাল (রা.) জামে মসজিদ কমিটির উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। মসজিদের মোতাওয়াল্লী হাজী তেরাব আলী, মসজিদ কমিটির সভাপতি আবদুস সামাদ ও সহ-সভাপতি ছুরত মিয়ার সভাপতিত্বে এবং মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফকির ইসলাম উদ্দিন রনি, সহ-সম্পাদক ছালামত আলী ও কোষাধ্যক্ষ আশিক মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা ছমির উদ্দিন।
প্রধান বক্তার বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ। বিশেষ অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা শামছুল ইসলাম মহসিন আল হেলালী ও বিশেষ বক্তার বয়ান পেশ করেন হযরত মাওলানা আজমল হোসেন জামী। এছাড়া বয়ান পেশ করেন হযরত মাওলানা আবুল কালাম জালালী ও হযরত মাওলানা জয়নাল আবেদীন নোমান।
এ সময় যুক্তরাজ্য প্রবাসী সেলিম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী মুক্তার আলী, যুক্তরাজ্য প্রবাসী আবদুল আলী, শালিসি ব্যক্তি জাফর আলী ভূইয়া, ব্যবসায়ী আশ্রব উল্লাহ, সমাজকর্মী শফিকুল ইসলাম, আবুল হোসেন, আলী হোসেন, শাহিন মিয়া, সুফি মিয়াসহ হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিতি ছিলেন।