দিরাই প্রতিনিধি ::
সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, গত অকাল বন্যায় হাওর অঞ্চলের সব সোনালী ফসল তলিয়ে যায়। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সবধরনের সহযোগিতা করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের সহায়তায় করতে শত শত কোটি টাকা কৃষিখাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, হাওর অঞ্চলের প্রতি জননেত্রী শেখ হাসিনার সজাগ দৃষ্টি রয়েছে। আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আধুনিক দিরাই-শাল্লা গড়তে আমি চেষ্টা চালিয়ে যাব।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রতন কুমার দাস তালুকদার, শিবলী আহমদ বেগ, সৌম্য চৌধুরী, আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, মেডিকেল অফিসার ডা. সাবরিনা তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তার, দিরাই উচ্চ বিদ্যালয়ের সব্যসাচী দাস চয়ন, উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক মুজাহিদুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার ডালিম আহমদ প্রমুখ।