স্টাফ রিপোর্টার ::
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, দিরাই উপজেলা শাখার উদ্যোগে উপজেলার চরনারচর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে বুধবার বিকেলে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের দিরাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. তুরন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অমর চাঁদ দাস, প্রফেসর রফিকুল ইসলাম তালুকদার, বদিউজ্জামান, সদস্য সচিব শামসুল ইসলাম সরদার খেজুর, সদস্য রুকনুজ্জামান জহুরী, হাসান আলী, চিত্তরঞ্জন, আব্দুল মতিন, তাজুল ইসলাম, আজিজুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ ডিসেম্বর চরনারচর ইউনিয়ন কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হয়। হাসান আলীকে আহ্বায়ক ও চিত্তরঞ্জনকে সদস্যসচিব করে ৭ সদস্যবিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন আব্দুল জলিল, তাজুল ইসলাম, আজিজুর রহমান, আবুল মিয়া, আব্দুল মতিন।