স্টাফ রিপোর্টার ::
৪ দফা দাবিতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন (বিডিএমএসএ), সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিডিএমএসএ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক রাজু আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা দিদার আলম, মো. রাজিব মিয়া, এহসানুল হক মিলন, আখলাকুল আম্বিয়া, জাকারিয়া, লবরয়, আবির, পাপিয়া, আয়শা, মুন, ফারহানা, মুক্তা, আদনান, সাগর চন্দ্র দে, খালেদ, স্বাগতম প্রমুখ।
মানববন্ধনে চলাকালে বক্তারা বলেন, ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে ম্যাটস শিক্ষার্থীরা গত ২৬ এপ্রিল থেকে দফায় দফায় সভা-সেমিনার মানববন্ধন, আলোর মিছিল, বিক্ষোভ কর্মসূচিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে আসছে। সর্বশেষ গত ১৮ মে সারাদেশের শিক্ষার্থী ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করার প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক ও আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। খুব দ্রুত সমাধান করা হবে বলে আশ্বস্ত করা হলেও ধীরগতিতে চলছে দাবি পূরণের প্রক্রিয়া।
তারা আরো বলেন, ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির অন্যতম দাবি হচ্ছে “ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’’ নামে স্বতন্ত্র বোর্ড গঠনের দাবি। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কয়েক দফা চূড়ান্ত সভা হলেও নাম নিয়ে জটিলতা সৃষ্টির অজুহাতে সময় ক্ষেপণ করা হচ্ছে। যার ফলে আমাদের উচ্চ শিক্ষার সম্ভাবনা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক অনতি বিলম্বে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড দ্রুত বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও এ কর্মসূচি পালিত হচ্ছে। এতেও যদি কর্তৃপক্ষ আমাদের দাবি দাওয়া না মানে তাহলে এর চেয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে এবং চূড়ান্ত পরীক্ষা আমরা বর্জন করতে বাধ্য হব এবং এর জন্য দায়ী থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।