স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ কলেজকে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ৩৯তম পরিবার হিসেবে ঘোষণা দিয়েছেন বাঁধনের কেন্দ্রীয় তথ্য ও শিক্ষা বিষয়ক স¤পাদক আতিকুর রহমান আকাশ। সোমবার সকাল ১১টায় সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠনের সময় এ ঘোষণা দেন তিনি।
কলেজ শিক্ষার্থী জামিল আহমদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ইফতেখার আলম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাকির হোসেন, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক আবু শহীদ আনছারি প্রমুখ।
পরে বাংলা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান লিটনকে আহ্বায়ক ও জামিল আহমদকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।