সুনামকণ্ঠ ডেস্ক ::
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি-এর ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে শহরের রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু। সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, সদর যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, সদস্য আবু কাওসার তালুকদার, রুপন মিয়া, পিন্টু বণিক, ফয়সল আহমেদ, কাউসার আহমেদ, জিল্লুর রহমান সজীব, মো. রায়হান আহমেদ, গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল প্রমুখ।
এদিকে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৭৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, আ.লীগ নেতা ফজর আলী, মালেক আহমদ, নুরুল হক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, সালেহ আহমদ, যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, হুমায়ূন আহমদ তালুকদার, আবু তাহের রোহান, দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, আজহারুল হক ভূইয়া শিশু, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, নিলেন্দু গোপ, রাদেশ দেবনাথ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, রাজিব চৌধুরী বাবু, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুজাত মিয়া মেম্বার, যুবলীগ নেতা নান্টু দাস, সোহেল আহমদ, আবদুল কদ্দুছ লিটন প্রমুখ।