তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গতকাল সোমবার বিকেলে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাদাঘাট বাজার মেইন রোডে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে তা অনুষ্ঠিত হয় ইউনিয়ন আবেদীন অটো রাইস মিল প্রাঙ্গণে।
সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন।
সাধারণ সম্পাদক চাঁন মিয়া মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, রায়হান উদ্দিন, উপজেলা ওলামাদল সভাপতি মালানা আবু সাঈদ, উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক এমদাদুল হুদা, উপজেলা যুবদল নেতা আবু সায়েম, আমির শাহ্, শাহ জাহান কবির, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা ছাত্রদল নেতা রোকন উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাদাঘাট ইউনিয়ন শ্রমিকদল সভাপতি ডা. শেখ শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি তাবারক হোসাইন, ছাত্রদল নেতা আবির হাসান মানিক, আল আমিন হুদা, শাহ্ রাহুল, ওবায়দুর রহমান শাওন, লিয়ন মল্লিক প্রমুখ।