দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আয়োজনে ‘আমরা দোয়ারাবাজারবাসী’র সহযোগিতায় উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হয়। এছাড়া ‘নদী ভাঙন ঠেকাও, দোয়ারা বাঁচাও” এই স্লোগানে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার শাহজাহান, আব্দুল হালিম বীরপ্রতীক, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্বাস আলী, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, মাওলানা জিয়া উদ্দিন আহমদ, হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য মোস্তফা মিয়া, ইউপি সদস্য এরশাদ রহমান এরশাদ, মাসুক মিয়া, মিরাশ আলী, মাসুক মিয়া, রইছ আলী, আশরাফুল আলম জুয়েল, ছবদিল আলম, আব্দুল হামিদ, ছদরুল ইসলাম, খোয়াজ আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নুর হোসেন মো. আব্দুল্লাহ।
বক্তারা অবিলম্বে নদী ভাঙনের কবল থেকে উপজেলা পরিষদসহ নদীর তীরবর্তী গ্রামগুলো রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান। বক্তারা আরো বলেন, যদি ১৫ দিনের মধ্যে নদী ভাঙন প্রতিরোধের বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে নৌপথ অবরোধ করা হবে।