জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে জাকের পার্টির ছাত্রফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার শাহাপুর গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্টের জামালগঞ্জ শাখার সভাপতি রফিকুল সরকার।
সিলেট মহানগর ছাত্রফ্রন্ট সভাপতি নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি সুনামগঞ্জ জেলা সেক্রেটারি ফয়জুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম শামীম ও সদস্য স্বপন মাহমুদ, সিলেট বিভাগীয় ছাত্রফ্রন্ট সভাপতি আল আমিন, জাকের পার্টির জামালগঞ্জ শাখা সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুন্নুর কামাল, সুনামগঞ্জ জেলা ছাত্রফ্রন্ট সভাপতি জহিরুল ইসলাম।