জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। জানাগেছে, গত রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের ৭ বছরের এক শিশুকন্যাকে একই গ্রামের মলাই মিয়ার ছেলে মখলিছ মিয়া (২৪) ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার এসআই হাবিব জানান, উক্ত মামলার আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।