জাউয়াবাজার প্রতিনিধি ::
ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ বিক্রেতা দিলোয়ার হোসেন দিলাল (৪২) ও সাজাপ্রাপ্ত আসামি নুরুল আমিন(২৪)কে গ্রেফতার করেছে। সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গাঁজা বিক্রেতা দিলাল শহরের বাগবাড়ি এলাকার মৃত সুরুজ আলীর পুত্র। ২শ’ গ্রাম গাঁজাসহ শহরের মাছবাজার ঘাট থেকে তাকে গ্রেফতার করেন ছাতক থানার এএসআই হালিম শিকদার। ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহরের বৌলা গ্রামের ফয়েজ আহমদের পুত্র নুরুল আমিনকে ট্রাফিক পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রহিম তাকে গ্রেফতার করেন।