স্টাফ রিপোর্টার ::
শহরের ওয়েজখালি ঘাট এলাকায় স্থাপন হচ্ছে ‘সুনামগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র’। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাওর অঞ্চলে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় শহরের ওয়েজখালি ঘাট এলাকায় এ মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ হচ্ছে। ২০১৪ সালের ২২ এপ্রিল একনেক কর্তৃক ‘হাওর অঞ্চলে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পটি প্রায় ৬৪.৪৩ কোটি টাকায় বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়- এপ্রিল ২০১৪ হতে মার্চ ২০১৮ খ্রি. পর্যন্ত। এ প্রকল্পে সুনামগঞ্জ ছাড়াও কিশোরগঞ্জের ভৈরব, নেত্রকোণার মোহনগঞ্জে অবতরণ কেন্দ্র স্থাপন করা হবে।
মৎস্য অবতরণ কেন্দ্র নির্মিত হলে মাছ প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অধিকতর সুবিধা পাবেন হাওরাঞ্চলের জেলে ও ব্যবসায়ীরা।