ছাতক প্রতিনিধি ::
ছাতকের চরমহল্লা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ করে টাকা বিতরণ করা হয়। চরমহল্লা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কার্ডধারী ৮৫০ কৃষক পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও নগদ ৫শ’ করে টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত। এছাড়া আরো ৪৪ জন কার্ডধারী মৎস্য ও কৃষক পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ করা হয়। এসময় ইউপি সচিব মাসুক মিয়া, ইউপি সদস্য এখলাছুর রহমান, কয়েছ আহমদ, হুশিয়ার আলী, আলী আহমদ, নুর মিয়া, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, নুরুজ্জামান শামীম, সদস্যা অঞ্জলি রানী দাস, বীণা রানী দাস, হাফছা বেগম উপস্থিত ছিলেন।