জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান, চার বারের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের আমৃত্যু সভাপতি পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার হিরন মিয়ার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মরণসভা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।
হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের সভাপতি শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি ডা. শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রানীতিবিদ সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সহ-সভাপতি আবদুল কাইয়ূম, সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক।
বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পৌর আ.লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শুকুর আলী ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হাই, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক রুমেন আহমদ।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলর মিনা রাণী পাল, নারীনেত্রী সুফিয়া খানম, আ.লীগ নেতা জাফর আলী ভূইয়া, আবদুল হাসিম, সাদেক আলী, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আরাফাত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক লিটন মিয়া, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, হারুনুর রশীদ হিরন মিয়ার ছেলে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাছিনুর রশীদ ভূইয়া, সাংবাদিক আলী আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজমল হোসেন মিঠু, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, যুবলীগ নেতা আক্তার হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়েল আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ বলেন, জগন্নাথপুরে আ.লীগের রাজনীতিতে হিরন মিয়ার অনেক অবদান রয়েছে। সেই সাথে অত্র অঞ্চলে হিরন ছিলেন সততার প্রতীক। তাঁর শূন্যতা কোন দিন পূরণ হবার নয়। তাঁর আদর্শকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।