স্টাফ রিপোর্টার ::
দৈনিক জালালাবাদ-এর দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন মহিম আর বেঁচে নেই। তিনি শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জয়কলস উজানীগাঁওস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। শনিবার বাদ জোহর উজানীগাঁও জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সিনিয়র সাংবাদিক মহি উদ্দিন মহিম-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমপি, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট প্রমুখ।
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বারের এপিপি অ্যাডভোকেট বশির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, জেলা কৃষক লীগের সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সহ-সভাপতি মুক্তাদির খান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
অপরদিকে সাংবাদিক মহি উদ্দিন মহিমের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম, সহ-সভাপতি জুবের সরদার দিগন্ত, সধারণ সম্পাদক একে কুদরত পাশা, সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার।