স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নুরুল হুদা মুকুট-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ইউনিটের সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।
সভায় ইউনিটের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করা হয়।