বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে জাতীয় পার্টি ওয়ার্ড কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলার পলাশ ইউপি’র সদর ওয়ার্ড কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর ওয়ার্ড কমিটির সভাপতি আমীর হোসেন।
বক্তব্য দেন আলী হোসেন, হরমুজ আলী, আবুল মিয়া, জানু মিয়া, তাজনুর আলী, মর্তুজ আলী, ইসলাম উদ্দিন, দিলরাজ আলী, মাফিকুল, রহমত আলী, আবিরুল, আলম মিয়া, আফাজ আলী, সাজু মিয়া, ফারুক মিয়া, জমির জালাল, মরম আলী, লিটন মিয়া, লালন মিয়া, চমক আলী, খোকন মিয়া, জাকির মিয়া, দবির মিয়া, রিফাত, মতিলাল দেবনাথ, মনিন্দ্র বিশ্বাস, বাদশা মিয়া, খালেক মিয়া, লক্ষণ দাশ, রাশিদ মিয়া, আলীম উদ্দিন, ইদ্রিছ মিয়া, মুকিত আলী, রহমত আলী, ইমদাদ মিয়া, জাহের আলী, জিনার উদ্দিন, সোম রাজ।