স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ শিশু একাডেমী, সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর পুরাতন ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ-এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আলী নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাসিম, যুব প্রতিনিধি মিজানুল হক সরকার প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো. আলী নুর।
এদিকে, জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ আল চিশতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে জনতার ঢল নামে। শনিবার দুপুরে পীর আজিম শাহ আল চিশতির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন মাওলানা বশির আহমদ, ক্বারী ফজলুল হক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা আশকর আলী, মাওলানা নজরুল ইসলাম, ক্বারী আবদুল্লাহ আল মাসুদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর স্বেচ্ছাবেক লীগের সাবেক আহ্বায়ক ছালিক আহমদ, আবদুল্লাহ আল মামুন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, আর্শাদ মিয়া, নুরুল আলম, মানিক মিয়া, আবদুল গফুর, নাজিম উদ্দিন, ধলাই মিয়া, ময়নুল ইসলাম, আবুল হাসান, রানা মিয়া, আবুল কালাম, দিলদার হোসেন, আজিজুর রহমান প্রমুখ। র্যালি শেষে মোনাজাত পরিচালনা করেন উদ্যোক্তা পীর আজিম শাহ আল চিশতি।