স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এসএসসি, এইচএসসি ও সমমান উত্তীর্ণ ২০১জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
জামিল আহমদ জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জর্জেচ মিঞা, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা পরিষদের সদস্য ফৌজিআরা বেগম শাম্মী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, মিল্টন পুরকায়স্থ।
সভায় বক্তারা বলেন, হাওরের জেলা সুনামগঞ্জের শিক্ষার প্রসারে এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শিখরে পৌঁছে দিতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই দেশকে বিশে^র মানচিত্রে একটি আধুনিক স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। একটি জাতি যতবেশি শিক্ষিত হবে দেশ উন্নয়নের দিকে ততবেশি এগিয়ে যাবে।
অনুষ্ঠানে এসএসসি উত্তীর্ণ ১৮৬ জন শিক্ষার্থীর প্রতিজনকে নগদ ৪ হাজার টাকা ও এইচএসসি উত্তীর্ণ ১৫ জনের প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট ৮ লাখ ১৯ হাজার টাকা প্রদান করা হয়।