জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলা সাব-রেজিস্ট্রারি অফিসের দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বশির আহমদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গয়াছ মিয়া। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বশির মিয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল করিম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আফাজ উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল ফজল। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল বাছিত। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন হাসির আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দীপক কুমার দেব। এছাড়া দপ্তর সম্পাদক পদে আবু মিয়া, কার্যকরী সদস্য পদে আবুল কাশেম আকমল নির্বাচিত হন। তবে অর্থ সম্পাদক পদে শাহজাহন মিয়া ও জুহেল মিয়ার প্রাপ্ত ভোট সমান হওয়ায় তাদের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দিলনুর আহমদ দিলু, সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ সরওয়ার চৌধুরী ও এমদাদুল হুদা।