জাউয়াবাজার প্রতিনিধি ::
ছাতকে কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নারী-শিশুসহ ১২ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ৫জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের দেবেরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম-১৪-০৮৪৪) যাত্রীবাহী সিলেটগামী লেগুনা (সিলেট চ-১১-২০১৩)কে পেছন দিক থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি খাদে পড়ে যায়। এতে নারী-শিশুসহ ১২ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় মনোয়ারা বেগম (২৭), মুরশেদ আলী (১৪), মারুফ আহমদ (২), মামুন (৭) ও লিমন(১০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত কালা শাহ (৫০), সুহেল আহমদ (২০), আশরাফ (১৯), হিরামতি (৪৫), তালহা (১১), হুমায়ূন (১৪), আলী আমজদ (১৫)সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত দু’টি গাড়ি জব্দ করেছে।