জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জের সাচনা বাজারে শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নাট মন্দিরে সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কৃপেশ চন্দ্র বণিকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নৃপেশ তালুকদার নানু, সিনিয়র আইনজীবী স্বপন কুমার দেব, অ্যাড. স্বপন কুমার দাস রায়, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ শাখার সভাপতি ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণাসিন্ধু তালুকদার, সাচনাবাজার জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি মানিক লাল রায়, সম্পাদক স্বপন কুমার রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জামালগঞ্জ শাখার আহবায়ক পূর্ণেন্দু ঘোষ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন পাল, অ্যাডভোকেট মনি শংকর পাল, পঙ্কজ পাল চৌধুরী প্রমুখ।