1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ধারারগাঁওয়ে সুরমা নদীর তীর : ধসে যাচ্ছে ব্লক

  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁওয়ে সুরমা নদীর তীর রক্ষার্থে বসানো ব্লক ধসে যাচ্ছে। ব্লক ধসে যাওয়ায় আবারো নদী ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, বছর কয়েক আগে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে একটি প্রজেক্টের মাধ্যমে সুরমা নদীর ভাঙন ঠেকাতে উদ্যোগ নেয়া হয়। সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের ধারারগাঁও নদীর ঘাট ও পার্শ্ববর্তী এলাকায় (বর্তমানে সুরমা ভ্যালি পার্ক) ব্লক বসানোর জন্য দরপত্র আহ্বান করে পাউবো। প্রায় আড়াই কোটি টাকার কাজের কার্যাদেশ পায় মেসার্স প্রীতি এন্টারপ্রাইজ ও জেবি অব এলএন কনস্ট্রাকশন (এলএন-এর মালিক পার্থ সারথী পুরকায়স্থ দুদকের মামলায় বর্তমানে পলাতক)। কাজ শুরুর পর থেকেই নদীর তীর সংরক্ষণে বসানো ব্লক নিয়ে উঠে অনিয়মের অভিযোগ। স্থানীয়রা তখন অভিযোগ করেছিলেন, পুরো নির্মাণকাজে চরম অনিয়মের। তাছাড়া ব্লকে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠে। পরবর্তীতে কাজ সমাপ্ত না করায় (ডাম্পিংয়ের কাজ) পাউবো কর্তৃপক্ষ কাজ পাওয়া ঠিকাদারদের প্রায় ৬০ লাখ টাকা জরিমানা করে চুক্তি বাতিল করে দেয়। কাজ সমাপ্ত করার জন্য পরে আরো দুই বার দরপত্র আহ্বান করে পাউবো। কিন্তু নানা জটিলতায় কেউ কাজ পায়নি।
সম্প্রতি নদীর তীরে বসানো ব্লকে ধস নেমেছে। খেয়াঘাটে যাওয়ার সড়কে কয়েকটি জায়গায় ব্লক দেবে গেছে। শুরু হয়েছে নদী ভাঙনও। সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে।
ধারারগাঁও গ্রামের বাসিন্দা মাহবুব আলম বলেন, নিম্নমানের কাজের কারণে বিপুল পরিমাণ টাকা জলে যাচ্ছে। বছর দু’য়েক যাওয়ার আগেই আবার ব্লক ধসে নদী ভাঙন শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীর ভাঙন শুরু হলে সুরমা ভ্যালি পার্কসহ পুরো এলাকাই হুমকির মুখে পড়বে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র সুনামগঞ্জ পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকি ভুইয়া জানান, ব্লক ধসে যাবার বিষয়টি খোঁজ নেব। আমরা অসমাপ্ত (ডাম্পিং)-এর কাজটি দ্রুত শেষ করতে চাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com