বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদের বর্ধিত সভা বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার প্রথমেই সারাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর আলোচনা করা হয়। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি বাসদের হরতালে শাসক শ্রেণির নির্যাতন-নিপীড়নের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এরপর শহর সংসদের সাধারণ সম্পাদক দুর্যোধন দাস দুর্জয়কে চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলামকে আহ্বায়ক এবং ছাত্রনেতা বাপ্পু সরকারকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট ২১তম সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। আগামী ২০ ডিসেম্বর শহর সংসদের ২১তম সম্মেলন অনুষ্ঠিত হবে। – সংবাদ বিজ্ঞপ্তি