স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে মডেল থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, এসআই রিপন চন্দ্র, বীর মুক্তিযাদ্ধা মো. সামছু মিয়া, সাইদুল গাজী, সোনাপুর বাজার কমিটির সভাপতি ইসমাইল হোসেন, ব্যবসায়ী মো. এরন মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, এই সুনামগঞ্জ শহরকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হলে কমিউনিটি পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই জেলায় জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্য সংখ্যা অনেক কম। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণকে ভূমিকা রাখতে হবে।