1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

সুনামগঞ্জ শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার এ কমিটির অনুমোদন করা হয়।
কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি সন্তোষ রায় সন্তু, সহ-সভাপতি চন্দন দাস, বিপ্রেশ কুমার রায় বাপ্পী, স্বপন কুমার দেব, জন্টু তালুকদার, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, সাধারণ সম্পাদক বিমান কান্তি রায়, যুগ্ম সম্পাদক চন্দন প্রসাদ রায়, অ্যাডভোকেট অনুপ কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক পরিমল তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অশোক গোস্বামী, প্রচার সম্পাদক লিটন সরকার, সহ- প্রচার সম্পাদক সেবরাজ মন্ডল, অর্থ সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, দপ্তর সম্পাদক বিজন রায়, সহ-দপ্তর সম্পাদক গৌরাঙ্গ পাল, আপ্যায়ন সম্পাদক কালু কর্মকার, পূজা সম্পাদক সুজিত দে, সাংস্কৃতিক সম্পাদক বিধান বণিক বাঁধন, মহিলা সম্পাদক কলি তালুকদার, সহ-মহিলা সম্পাদক সীমা খাসনবীশ, নির্বাহী সদস্য কৃষ্ণ রায়, বিমল বণিক, সুবিমল চক্রবর্তী চন্দন, চঞ্চল কুমার লোহ, সুমন সাহা, বকুল তালুকদার, অরুণ বকশি, শীলা বসু, করুণা তালুকদার, সিতাংশু চৌধুরী চিনু, স্বপন দাস, বিভাস দেব, অরুণ তালুকদার, দোলন তালুকদার, বাবুল পুরকায়স্থ, রূপম দাস, শিশির তালুকদার, সলিল রায়, জন্টু তালুকদার, সরোজ চক্রবর্ত্তী, জগন্নাথ রায়, লিটন রায়, অ্যাডভোকেট প্রসেনজিত দে, করুণাময় দে, অ্যাডভোকেট অমিত রায়, নারায়ণ চক্রবর্ত্তী, দিগেন্দ্র পুরকায়স্থ, মঙ্গল রায়, অজিত দাস, ফুলেন সূত্রধর, প্রদীপ বণিক, শংকর বণিক, মনোলাল বর্মণ, সিদ্ধার্থ এষ বলাই, পিংকু তালুকদার, মন্টু রায়, পল্লব রায়, বিধান দাস, চন্দন কর্মকার, বাবলু চৌধুরী, অরুণ দাস, রঞ্জন চক্রবর্ত্তী, অনন্ত রায়, দেবাশীষ দাসগুপ্ত বাপ্পী, অনিল দাস, মঞ্জু তালুকদার, রাজগোবিন্দ চক্রবর্ত্তী, শুভ বণিক, রনি দেব, রাজীব রায়, বিজন দে, বিশ্ব রায়, কার্ত্তিক রায়, লিটন তালুকদার, রূপক দেব, সত্যজিত রায় সন্তু, বাবুল আচার্য্য, শিপলু কর, মলয় রায়, সজল দেব, অমর তালুকদার, অরবিন্দু বিশ্বাস, বিনয় দাস, শামীম দাস, সুবিজয় তালুকদার রতন, লিটন চন্দ্র রায়, উদয় রায়, তাপস দাস, দেবব্রত রায় বিপ্টু, বিধান দাস, রিংকু রায়, রাজীব রায়, চন্দ্রনাথ রায়, শিপন পাল, জনি রায়, উজ্জ্বল দে, পম্পা এষ, রতন বণিক, জয়ন্ত বণিক, স্বাক্ষর রায়।
উপদেষ্টাগণ হলেন- শিক্ষক (অব.) ধূর্জটি কুমার বসু, অ্যাডভোকেট স্বপন কুমার দেব, অ্যাডভোকেট মলয় বিকাশ চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, প্রফেসর পরিমল কান্তি দে, শিক্ষক (অব.) যোগেশ্বর দাস, অ্যাডভোকেট সত্যব্রত রায়, অধ্যক্ষ (অব.) দিলীপ মজুমদার, অ্যাডভোকেট পরিতোষ রায়, অ্যাডভোকেট দিলীপ কুমার দাস, অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, অ্যাডভোকেট নগেন্দ্র কুমার তালুকদার, ডা. আশুতোষ দাস, নৃপেশ তালুকদার নানু, দিপক চন্দ্র ঘোষ, সুভাষ রায়, মানব চৌধুরী, বিকাশ কান্তি চৌধুরী ভানু, করুণাসিন্ধু চৌধুরী বাবুল, শুভব্রত বসু, কালীপদ চৌধুরী, স্বপন কুমার দাস, অভিজিত চৌধুরী, চন্দন কুমার রায়, রবি দেব, সুখেন্দু সেন হারু, বিজন সেন রায়, ডা. গৌতম রায়, বিনোদ রঞ্জন তালুকদার, জিতেন্দ্র তালুকদার পিন্টু, ডা. ননী ভূষণ তালুকদার, অ্যাডভোকেট মলয় চক্রবর্ত্তী রাজু, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্ত্তী, প্রদীপ পাল নিতাই, অ্যাডভোকেট দেবেশ শর্ম্মা চৌধুরী, বিষ্ণুপদ গোস্বামী, গৌরাঙ্গ চক্রবর্ত্তী, জয় কুমার দাস, প্রভাত চন্দ্র শর্ম্মা, শংকর দাস, জয়ন্ত রায়, বিকাশ কান্তি দে বাবুল, কাজল দে, অ্যাডভোকেট প্রণব কান্তি দাস নীলু, অ্যাডভোকেট গৌরাঙ্গপদ দাস, প্রদীপ কুমার দাস, ডা. এন.সি. রায়, অ্যাডভোকেট সমীরণ সরকার, বিজয় তালুকদার বিজু, ব্রজগোপাল বণিক, নবেন্দু দাস, রমেন্দ্র তালুকদার অনু, দেবাংশু তালুকদার, জ্যোতিভূষণ রায় তালুকদার, অনুপ চক্রবর্ত্তী, গোষ্ঠ আচার্য্য, পংকজ কান্তি দে, মাখন লাল শর্ম্মা, অসীম রায়, সুধাংশু পাল, রূপাংকর দাস রিন্টু, অমল কর, ভানু পাল প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com