দিরাই প্রতিনিধি ::
১৬ ডিসেম্বর মহান বিজয় যথাযোগ্য মর্যাদায় দিরাইয়ে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিজয় দিবস উদযাপন কমিটি ও উপ-কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল-এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, সাধারণ স¤পাদক সুবীর দেব শাওন, স্কাউট লিডার ফখরুল আমিন চৌধুরী বাবলু, তায়েফ চৌধুরী, সজীব চৌধুরী প্রমুখ।