স্টাফ রিপোর্টার ::
তৃণমূল প্রতিবন্ধী সংস্থা’র আয়োজনে ও সুনামগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র, খাঁচাসহ কোয়েল পাখি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে সদর উপজেলার কালীপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ পেয়ার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাত জাহান বলেন, বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি যুব উন্নয়ন অফিসার জিল্লুর রহমান, তৃণমূল প্রতিবন্ধী সংস্থা’র সভাপতি তাজুল ইসলাম তারেক।