স্টাফ রিপোর্টার ::
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১১তম ম্যাচে বিশ্বম্ভরপুর থানাকে ২-১ গোলে হারিয়েছে জামালগঞ্জ থানা। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ১০ মিনিটে গোল করেন বিশ্বম্ভরপুর থানার ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় জাহাঙ্গীর। খেলার প্রথমার্ধে বিশ্বম্ভরপুর থানা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান জামালগঞ্জ থানার ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ইসলাম উদ্দিন এবং ৬৬ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল করেন ৫ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আদিল।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন শাহ আবু জাকের, তৌহিদুল ইসলাম, শাহিন রহমান ও আতাউর রহমান তালুকদার।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শুক্রবার দিরাই থানা মুখোমুখি হবে দোয়ারবাজার থানার।