জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে অটোরিকশা (টমটম) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকানের ভেতর ঢুকে যাওয়ায় সাংবাদিকসহ ২ জন আহত হয়েছে।
জানাগেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় পৌর পয়েন্টে অবস্থিত ওয়ালটন শো-রুমের দরজার থাই গ্লাস ভেঙে একটি দ্রুতগামী ইজিবাইক ভেতরে ঢুকে পড়ে। এ সময় দোকানের ভেতরে থাকা সাংবাদিক হুমায়ূন কবির ও প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যে মাহিন মিয়া আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরদিকে গ্লাসসহ অন্যান্য মালপত্র ভাংচুরের ঘটনায় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের পরিচালক জামাল উদ্দিন বেলাল ও ওয়ালি উল্লাহ জানিয়েছেন।