স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে চার শতাধিক লোককে গতকাল বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলার শনির হাওরপাড়ের আনোয়ারপুর বাজারে বেসরকারি সংস্থা সুইস কন্ট্রাক্টের আস্থা প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা দেওয়া হয়। রোগীদের ব্যবস্থাপত্রের সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে।
সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। এ সময় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্ণেন্দু দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মির্জা রিয়াজ হাসান, আয়োজক সংস্থার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ রহমত আলী।