তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে চায়ের বিল চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। উত্তর শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ও বর্তমান ইউপি সদস্যের লোকজনের মধ্যে এ সংঘর্ষেও ঘটনাটি ঘটেছে।
গুরুতর আহত বর্তমান ইউপি সদস্য আবুল হোসেনের পুত্র কামরান ও সাবেক ইউপি সদস্য শাহনূর মিয়ার পুত্র কবির মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের শ্রীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের শ্রীপুর বাজারের ৭নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য শাহনুর মিয়ার ভাতিজা খলিল মিয়ার চায়ের দোকানে একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আবুল হোসেনের ভাতিজা তারেক মিয়া চা পান করে বিল না দেয়ার বিষয় নিয়ে একে অপরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন বাজারের পূর্ব পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।