সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যে স্বীকৃতি উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বুধবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, সহকারি শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার। – সংবাদ বিজ্ঞপ্তি