বাংলাদেশ মানবাধিকার কমিশন, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হরিপুর পাঁচহিস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের ৮নং ও ৯নং ওয়ার্ডের হরিপুর, পাঁচহিস্যা, শ্যামারকান্দি ও কলায়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। হরিপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি সাবেক প্রধান শিক্ষক নীলেন্দ্র ভূষণ দাশ নিশির সভাপতিত্বে ও মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ স¤পাদক দুলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের পরিষদের প্যানেল চেয়ারম্যান ফৌজি আরা বেগম শাম্মী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সহ-সভাপতি কলি তালুকদার আরতি, যুগ্ম স¤পাদক সাইফুল আলম সদরুল, সাংগঠনিক স¤পাদক মহিবুর রহমান মুহিব, সহ সাংগঠনিক স¤পাদক জনি রায়, কৃষক নেতা আব্দুল কাইয়ুম, হরিপুর গ্রামের মুরুব্বি আরাফাত আলী, হরিপুর পাঁচহিস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ দাশ ঝুনু প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি