বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
ধোপাজান নদীর তীর কেটে বালু-পাথর উত্তোলনের দায়ে ড্রেজার চালক-শ্রমিকসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ধোপাজান নদী এলাকা থেকে বিশ্বম্ভরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হল বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপির মথুরকান্দি গ্রামের আব্দুল জলিলের পুত্র জিয়াউল (২০), আদাং গ্রামের হিম্মত আলীর ছেলে আবুল কাশেম (৪৫), রহিম উদ্দিনের পুত্র হারিছ মিয়া (৩৫), মনফর আলীর পুত্র আব্দুল লতিফ (৩২), ফতেপুর ইউপির জিরাগ তাহিরপুর গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে সুমন সরকার (২৩), সুনামগঞ্জ সদরের সাক্তারপার গ্রামের মতি মিয়ার পুত্র আব্দুর রউফ (১৯) ও আব্দুল করিম (২৫)।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মুনির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।