স্টাফ রিপোর্টার ::
আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র পৃষ্ঠপোষকতায় জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
২৩ ডিসেম্বর দুপুর ২টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়। পরদিন ২৪ ডিসেম্বর সকাল ৯টায় ১ম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে লড়বে জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ও আলহেরা মাদ্রাসা। ২৪ ডিসেম্বর দুপুর ১টায় দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম বনাম দ্বীনি সিনিয়র মাদ্রাসা ক্রিকেট টিমের খেলা অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বর দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম লড়বে এইচএমপি উচ্চ বিদ্যালয় টিমের বিপক্ষে এবং দুপুর ১টায় মুখোমুখি হবে ছাতক উপজেলা ক্রিকেট টিম ও এইচএমপি উচ্চ বিদ্যালয়। ২৬ ডিসেম্বর সকাল ৯টায় ধর্মপাশা উপজেলা স্কুল ক্রিকেট টিম বনাম দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিমের খেলা অনুষ্ঠিত হবে। একইদিন দুপুর ১টায় মুখোমুখি হবে বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ও শাল্লা উপজেলা স্কুল ক্রিকেট টিম। ২৭ ডিসেম্বর সকাল ৯টায় জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম লড়বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিমের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। এদিন থাকছে দু’টি ম্যাচ। প্রথমটি শুরু হবে সকাল ৯টায় ও দুপুর ১টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এছাড়া ২৯ ডিসেম্বর সকাল ৯টায় ও দুপুর ১টায় অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের আরো দু’টো ম্যাচ।
৩০ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর দুপুর ১টায় সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২ জানুয়ারি দুপুর ১টায় হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।