ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
সদস্য সচিব মো. নূরুল আমিন-এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের তালুকদার, শামছুল হক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন আফিন্দী, সদস্য গোলাম হোসেন, মোহাম্মদ আলী, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগ সভাপতি মো. শিরিন তালুকদার, উত্তর ইউপি শ্রমিকলীগের আহ্বায়ক গাউসে আজম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রজত আলী তালুকদার প্রমুখ।
সভায় ভীমখালী ইউনিয়ন শ্রমিকলীগের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. বাবুল মিয়া আহ্বায়ক, আলী হোসেন ও প্রদ্যুৎ কুমার চন্দন যুগ্ম আহ্বায়ক এবং আজিবুর রহমান সদস্য সচিব মনোনীত হয়েছেন।