জাউয়াবাজার প্রতিনিধি ::
ছাতক ও কোম্পানিগঞ্জ উপজেলার সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতায় ভোগছেন দুই উপজেলার বাসিন্দারা। বিভিন্ন ধরনের সরকারি ও আইনি সুবিধা পেতে সীমানা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে সীমান্তবর্তী দুই উপজেলার বাসিন্দাদের। সম্প্রতি ছাতক ও কোম্পানিগঞ্জ উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।
আবেদনে তিনি উল্লে¬খ করেন, ছাতক উপজেলার রাজেন্দ্রপুর ও বাহাদুরপুর মৌজার বেশকিছু জমি, হাট-বাজার, খাল, টিলা, নদী কোম্পানিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত রয়েছে। রাজেন্দ্রপুর ও বাহাদুরপুর মৌজার যেসব অংশ ছাতক উপজেলার অন্তর্ভুক্ত রয়েছে সেস্থানে কোন সীমানা চিহ্নিত করা হয়নি। এতে ছাতক উপজেলার জনসাধারণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ছাতক উপজেলার শারফিনবাজার ইজারা দিচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ।
মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের আবেদনের প্রেক্ষিতে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্মারক নং ১৬০৩(৫) তাং ২২.১২.১৬ইং মূলে ১৫কার্য দিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্যে জেলা প্রশাসক সিলেট ও সুনামগঞ্জকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু এখনো মাঠপর্যায়ে নির্দেশনার কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
এ ব্যাপারে গত ৮ আগস্ট জেলা প্রশাসক সিলেট ও সুনামগঞ্জকে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল লিখিতভাবে দাবি উত্থাপন করেছেন। গত ১৯ এপ্রিল ছাতকের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন প্রতিবেদনসহ দুই জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োজিত সার্ভেয়ার দিয়ে আন্তঃজেলা সীমানা নির্ধারণ করার সুপারিশ করেন।
এদিকে সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর প্রশান্ত কুমার বিশ্বাস আন্তঃজেলা সীমানা নির্ধারণের দাবিতে দাখিলকৃত আবেদনে বর্ণিত ছাতক উপজেলার রাজেন্দ্রপুর ও বাহাদুরপুর মৌজার সীমানা বিষয়ে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন ৭কার্য দিবসের মধ্যে প্রেরণের কথা থাকলেও প্রতিবেদনটি না পাওয়ায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে দাখিল করা যাচ্ছেনা বলে তাগিদ প্রদান করে গত ২৪ জানুয়ারি উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে এক পত্রে তিনি উল্লে¬খ করেছেন।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের ১৫০৩(৫) স্মারকে এ বিষয়ে জেলা প্রশাসক সিলেট ও সুনামগঞ্জকে ১৫কার্য দিবসের মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্যে সহকারি কমিশনার (রাজস্ব) আশেকুল হক ২২.১২.১৬ইং তারিখ লিখিত পত্র প্রেরণ করেন। কিন্তু এ বিষয়ে কোন অগ্রগতি হচ্ছেনা।