সুনামকণ্ঠ ডেস্ক ::
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে বেঁধে রাখার আইন নিয়ে প্রশ্ন তুলে তা বাতিলের দাবি জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক স্মরণসভায় জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের বেশি কেন নয়, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আপনাকে বলতে হবে।
এ অনুষ্ঠানে অনুপস্থিতি সৈয়দ আশরাফ গত ২০ নভেম্বর সংসদে এক প্রশ্নের জবাবে বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ বছর করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
মন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওমর ফারুক বলেন, “আপনাকে বলতে হবে- কেন এদেশের যুব সমাজ দেশের স¤পদ না হয়ে দেশের বোঝা হয়ে যাচ্ছে। আমরা জানতে চাই।”
যুবলীগ চেয়ারম্যান বলেন, উন্নত বিশ্বে বাংলাদেশ নানাভাবে প্রশংসিত হচ্ছে, কিন্তু উন্ন বিশ্বের চাকরির প্রক্রিয়ার দিকে নজর দিচ্ছে না। বিশ্বের অনেক দেশেই চাকরিতে প্রবেশের বয়সসীমা নেই। তাহলে বাংলাদেশে কেন নিয়ম বদল হবে না? কল্পনা শক্তি ভাল, কিন্তু সে কল্পনার পথ অনেক সময় মানুষকে ভুল স্থানে পৌঁছে দেয়। এ দেশে ২৭-২৮ বছরের আগে শিক্ষা জীবন শেষ হয় না। এরপর চাকরিতে আবেদন করতে করতেই সময় চলে যায়, তাদের চাকরিতে প্রবেশের সুযোগ কই? এদেশের যুবসমাজ চাকরি চায় না। মেধা প্রমাণের সুযোগ চায়।”