স্টাফ রিপোর্টার ::
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আইনজীবী ওমর ফারুক বাপ্পীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশ। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রসঙ্গত, গত শনিবার সকালে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডের একটি তিন তলা ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ আইনজীবী ওমর ফারুক বাপ্পীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওমর ফারুক বাপ্পী (৩৪) বান্দরবান জেলার আলীমকদম উপজেলার সদর ইউনিয়নের আলীমুদ্দিনপাড়া গ্রামের আলী আহমদের ছেলে।
এদিকে, মানববন্ধনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অ্যাড. আনোয়ার হোসেন।
জেলা হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশ-এর সদস্য সচিব অ্যাড. মো. আবুল হোসেনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাড. জহুর আলী, অ্যাড. হোসেন তওফিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, অ্যাড. আনিসুজ্জামান শামিম, অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. শুকুর আলী, অ্যাড. তৈয়বুর রহমান, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, অ্যাড. নাজমুল হুদা হিমেল, অ্যাড. ফজলুল হক, অ্যাড. আইনুদ্দিন, অ্যাড. ফয়সল আহমদ, অ্যাড. রমজান আলী, অ্যাড. জিয়াউল ইসলাম, অ্যাড. হাসান মাহমুদ সাদি, অ্যাড. মোসাইদ আলী, অ্যাড. শফিউল্লাহ, অ্যাড. নুরুল আলম, অ্যাড. রজত কান্তি, অ্যাড. জামাল উদ্দিন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. কামরুজ্জামান, অ্যাড. আবুল আশরাফ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আইনজীবী ওমর ফারুক বাপ্পীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।