সুনামকণ্ঠ ডেস্ক ::
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা তিন মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ও রমনা করপোরেট শাখার ব্যবস্থাপক জুবায়ের মনজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা চার মামলায় মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
অন্যদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন মামলায় জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে একই বিচারক এক মামলায় তার জামিন মঞ্জুর করেন বলেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল।
কৃষি ব্যাংকের ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত আগস্টে রাজধানীর তেজগাঁও থানায় ওই চার মামলা দায়ের করে দুদক।