বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্বম্ভরপুর থানায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মুনির হোসেন। বক্তব্য দেন পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ হৃদয়, সাংবাদিক স্বপন কুমার বর্মণ, হাসান বশির, শিক্ষক শাহ আলম প্রমুখ।