জাউয়াবাজার প্রতিনিধি ::
ছাতকে নামজারি, খাজনা আদায় ও ভূমি সংক্রান্ত জটিলতা বিষয়ে সেবাগ্রহীতদের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভূমি অফিস প্রাঙ্গণে গণশুনানি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার।
নামজারি ও ভূমি সংক্রান্ত নিজ-নিজ জটিলতা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলার নোয়ারাই গ্রামের মেহেদী চৌধুরী, মানসীনগর গ্রামের গোলাম কদ্দুছ, নইরমপুর গ্রামের আজমান আলী, বাঁশখলা গ্রামের রূপা মিয়া, জাউয়ার আলী ইমরান কদর, ঝামক গ্রামের তাহিদুল ইসলাম, ফকিরটিলা গ্রামের হাজী আশিদ আলী, বাতিরকান্দি গ্রামের ছায়া বেগম, জালালিচর গ্রামের রুহল আমিন, প্রথমাচর গ্রামের রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আব্দুস সালাম ও রহমতবাগ এলাকার হোসনা বেগম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার সকল জটিলতার বিষয়ে সমাধানের আশ্বাস দিয়ে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।