২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় অফিসার চয়েস মদ আটক করা হয়েছে। রোববার রাতে মাছিমপুর বিওপি’র হাবিলদার মো. বদর উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল শরিফগঞ্জ নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে। যার মূল্য ৭২ হাজার টাকা।
বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা উক্ত মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় এগুলো আটক করেন। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। – সংবাদ বিজ্ঞপ্তি