ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আসমতপুর গ্রামের মাঠে সোমবার দুপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপি এই সভার আয়োজন করে।
ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শফিকুল ইসলাম জজ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সদস্য নজির হোসেন। বক্তব্য দেন মধ্যনগর থানা বিএনপি’র সভাপতি মো. সবুজ মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আলী আমজাদ, যুগ্ম সম্পাদক এ.এম. রহমত, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।