দ.সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদখাই গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে সিদখাই গ্রামবাসীর উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিদখাই গ্রামের সাবেক ইউপি সদস্য আজির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি’র ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক মো. ফরিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, এসএম সদস্য ইমরুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুজন প্রমুখ।