স্টাফ রিপোর্টার ::
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেছেন, আমরা যখন যুবক তখন মুক্তিযুদ্ধ বিরোধীশক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শুনতে দেয়নি। নতুন প্রজন্মকে ভাষণ শুনতে দেওয়া হয় নাই। আমাদের বেড়ে ওঠার সময়ে টেলিভিশনে একবারও এই ভাষণ দেখানো হয় নাই। ইতিহাস বিকৃতির মাধ্যমে বাংলাদেশের প্রজন্মকে একটা ভঙ্গুর জাতি হিসেবে পরিণত করতে চেয়েছিল তারা। কিন্তু আজকে এই স্বীকৃতি সেই শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিশোধ।
শনিবার জেলা প্রশাসন আয়োজিত সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ সদর আসনে আওয়ামী লীগ থাকবে না সেটা হতে দেওয়া যাবে না। আগামীতে সুনামগঞ্জের সদরে নৌকার প্রতীক নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ।